kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

নোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

২৯ অক্টোবর, ২০২০ ২৩:৪৭ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেপ্তার

নোয়াখালী জেলা শহরের দুটি পৃথক স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে আটক করেছে এন্টিটেররিজম ইউনিট।

আটককৃতরা হলেন- জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বানাবাড়ীয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৮) এবং সদর উপজেলার উপজেলায় জেলা শহরের পূর্ব লক্ষীনারায়ণপুর গ্রামের নরুল মতিনের ছেলে মনিররুল ইসলাম মনির (১৮)।

এন্টিটেরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক এনামুল হক জানান, বুধবার গভীর রাতে জেলা শহরের সোনাপুর জিহাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে প্রথমে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাইফুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী জেলা শহরের পূর্ব লক্ষীনারায়ণপুর থেকে  মনিরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে। তাদের নিকট থেকে বিভিন্ন আলামত পাওয়া যায়।

এ ঘটনায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে সুধারাম থানায় মামল হয়েছে। রাতেই তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা