kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে মিন্নি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৯ অক্টোবর, ২০২০ ২১:৪০ | পড়া যাবে ১ মিনিটেকাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে মিন্নি

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়েছে। কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার সুমাইয়া আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মিন্নিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়। বরগুনা জেলা কারাগার থেকে তাকে এ কারাগারে আনা হয়।

এর আগে বরগুনা জেলা কারাগার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার সকালে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নিকে গাজীপুর মহিলা কারাগারে পাঠানো হলে এদিন সন্ধ্যায় সে এ কারাগারে এসে পৌঁছে।

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর আলোচিত এই হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেয়।

মন্তব্যসাতদিনের সেরা