kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

ছেলেকে আইসক্রিম আনতে পাঠিয়ে মাকে ধর্ষণ করলেন স্কুলশিক্ষক

মানিকগঞ্জ প্রতিনিধি   

২৯ অক্টোবর, ২০২০ ২০:৩২ | পড়া যাবে ১ মিনিটেছেলেকে আইসক্রিম আনতে পাঠিয়ে মাকে ধর্ষণ করলেন স্কুলশিক্ষক

গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জে মো. শরিফুল ইসলাম সেন্টু (৩৯) নামের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবারের ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হয়। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম সেন্টু মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মৃত মইন উদ্দিনের ছেলে ও দৌলতপুর পিএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে স্কুলশিক্ষক সেন্টু নির্যাতিতা ওই গৃহবধূর স্বামীকে খুঁজতে তার বাসায় যান। গৃহবধূ নামাজ পড়তে থাকায় তার ছেলেকে সিগারেট ও আইসক্রিম আনতে দোকানে পাঠান সেন্টু। এর পর বাসায় কেউ না থাকায় ওই গৃহবধূকে ধর্ষণ করেন তিনি। বিষয়টি জানার পর গত বুধবার সন্ধায় গৃহবধুর স্বামী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার এসআই মনিরুজ্জামান জানান, এর মধ্যে নির্যাতিতা ওই গৃহবধূ ও অভিযুক্ত শরিফুল ইসলাম সেন্টুর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। 

মন্তব্যসাতদিনের সেরা