kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

রাণীনগরে দিন দিন বাড়ছে লেবু চাষ

শাহরুখ হোসেন আহাদ, আত্রাই-রাণীনগর (নওগাঁ)   

২৯ অক্টোবর, ২০২০ ১৬:৫৪ | পড়া যাবে ২ মিনিটেরাণীনগরে দিন দিন বাড়ছে লেবু চাষ

নওগাঁর রাণীনগরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে লেবু চাষ। এই উপজেলায় ধান চাষ বেশি হলেও গত দুই তিন বছর ধরে ধান চাষ কিছুটা কমিয়ে চাষিরা একটু বাড়তি আয়ের জন্য নানা জাতের শাকসবজির পাশাপাশি বিভিন্ন জাতের লেবু চাষ শুরু করেছে। প্রথমদিকে পরীক্ষামূলক লেবু চাষ হলেও বর্তমানে বড় পরিসরে বাণিজ্যিকভাবে এর চাষ বৃদ্ধি পাচ্ছে। মার্চ মাস থেকে দেশে করোনাভাইরাসের কারণে ভিটামিন 'সি' সমৃদ্ধ রসালো লেবুর কদর বাড়ার সাথে সাথে দাম বৃদ্ধি পাওয়ায় চাষিরা লাভবান হওয়ার কারণে সামনে মৌসুমে লেবু চাষ আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করছে রাণীনগর কৃষি বিভাগ।

লেবু চাষের উপযোগী আবহাওয়া থাকার কারণে রোগ-বালাই কম হওয়ায় চাষিরা দাম এবং ফলন দুটোই ভালো পেয়েছে। বিশেষ করে চায়না-৩ জাতের লেবুর আশানূরূপ ফলন হওয়ায় এবং স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা থাকায় নগদ টাকায় বিক্রি করতে পেরে একজনের দেখে প্রতিবেশি চাষিরা কৃষি অফিসের সহযোগিতায় লেবু চাষের দিকে আগ্রহ বাড়াচ্ছে। ফলে দিন দিন রাণীনগর উপজেলায় দো-আঁশ জাতের উচুঁ জমিতে লেবু চাষ বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে উচুঁ জমিতে শাকসবজির পাশাপাশি লেবু চাষ করছে স্থানীয় চাষিরা। চলতি মৌসুমে লেবু চাষের অনূকুল আববহাওয়া থাকায় প্রতিটি ইউনিয়নে কমবেশি লেবু চাষ হচ্ছে। বিশেষ করে কাশিমপুর ইউনিয়নে লেবু চাষের সংখ্যা সবচে বেশি।

কৃষি অফিস সূত্র বলছে, এবছর উপজেলায় প্রায় ১৭ হেক্টর জমিতে চায়না-৩ জাতসহ নানা জাতের লেবু চাষ হয়েছে। কৃষি অফিসের পরামর্শ আর চাষিদের নিবিড় পরিচর্যার কারণে লেবুর ফলন বিগত বছরের তুলনায় ভালো হয়েছে। দাম বেশি এবং ঝামেলামূক্ত ফসল হওয়ায় চাষিরা দিন দিন লেবু চাষের দিকে মনোযোগী হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, আশা করছি আগামী মৌসুমে লেবু চাষের পরিধি আরো বৃদ্ধি পাবে। 

মন্তব্যসাতদিনের সেরা