kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৭ অক্টোবর, ২০২০ ২০:০৯ | পড়া যাবে ১ মিনিটেছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

রাউজানের মাওলানা দোস্ত মোহাম্মদ সড়কের লাঠিছড়ি এলাকায় ছেলের মোটরসাইকেলের পিছনের সিট থেকে ছিঠকে পড়ে মা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম খুরশিদা বেগম (৪৭)। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ফজুপাড়ার আলী আকবরের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খুরশিদা ছেলে বেলালের মোটরসাইকেলযোগে পশ্চিম ডাবুয়ায় মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্য লাঠিছড়ি এলাকায় পৌঁছলে তার মাথা ঘুরে মোটরসাইকেল থেকে পড়ে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হলে তাকে উদ্ধার করে প্রথমে জে কে মেডিক্যাল এরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা