kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির করোনায় আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি   

২৭ অক্টোবর, ২০২০ ১১:১৮ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির করোনায় আক্রান্ত

ছবি: হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির।

করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির। সোমবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষার জন্য দেন তিনি। সেখানে পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা তিনি ফোনে এই তথ্য নিশ্চিত করে সকলের দোয়া কামনা করেন।

করোনা আসার পর বিগত ৮ মাস প্রতিদিনই বিভিন্ন এলাকার জনগনকে করোনার বিষয়ে সাহস ও সচেতন করতে কাজ করেছেন। লাখ লাখ মাস্ক, স্যানিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

সোমবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের বিসর্জনেও উপস্থিত ছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালেই জানতে পারলেন করোনা পজিটিভ।

মন্তব্যসাতদিনের সেরা