kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

‘দেশে বোমাবাজি জঙ্গিবাদের কোনো স্থান নেই’

চাঁদপুর প্রতিনিধি   

২৭ অক্টোবর, ২০২০ ০৩:৫৭ | পড়া যাবে ২ মিনিটে‘দেশে বোমাবাজি জঙ্গিবাদের কোনো স্থান নেই’

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়ত ও ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। এই দেশে বোমাবাজি ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। দেশপ্রেম ও শান্তির এই ধর্মে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো সুযোগ নেই। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গতকাল সোমবার চাঁদপুরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুরে শহরের হাসান আলী হাই স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখা।

আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেন, বর্তমান সরকারের সময় দেশে ধর্মীয় যে সম্প্রীতি বিরাজ করছে, তা অন্য কোনো সময় ছিল না। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানই। অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, চান্দ্রা দরবার শরিফের পীর আল্লামা ড. হুজ্জাতুল্লাহ, গাছতলা দরবার শরিফের পীর খাজা আরিফুর রহমান, পীরজাদা খাজা মো. জোবায়ের, পীরজাদা নাজমুল হক আখন্দ, চাঁদপুর প্রেস ক্লারের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসানউল্লাহ, ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর খলিলুর রহমান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা