kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

শাজাহানপুরে শুভ সংঘের উদ্যোগে শিশুখাদ্য বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

২৬ অক্টোবর, ২০২০ ১৪:৫৬ | পড়া যাবে ১ মিনিটেশাজাহানপুরে শুভ সংঘের উদ্যোগে শিশুখাদ্য বিতরণ

ছবি: শুভ সংঘের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হচ্ছে।

কালের কন্ঠ 'শুভ সংঘ' বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে শিশুখাদ্য হিসেবে তরল দুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার বেতগাড়ী উত্তরপাড়া এলাকায় 'শুভ সংঘ' শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি খোরশেদ আলম এই শিশুখাদ্য বিতরন করেন।

এসময় কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমান, শুভ সংঘের সাধারন সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উমর ফারুক, কোষাধক্ষ্য মোশারফ হাসান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আলহাজ্ব আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার সগীর আহম্মদ মজুমদার, আব্দুর রহমান, রফিকুল ইসলাম রফিক, ইউসুব আলী, রাকিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

শিশুখাদ্য বিতরণকালে বক্তারা বলেন, শুভ কাজে সবার পাশে কালের কন্ঠ শুভ সংঘের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ভাল কাজ। অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রশংসার দাবীদার। এই ভাল কাজগুলো সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে।

মন্তব্যসাতদিনের সেরা