kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

আড়িয়াল খাঁ'র পেটে গেল ৬ বসতঘর, ইটভাটার একাংশ, ৩ শ মিটার সড়ক

মাদারীপুর প্রতিনিধি   

২৫ অক্টোবর, ২০২০ ২০:০১ | পড়া যাবে ২ মিনিটেআড়িয়াল খাঁ'র পেটে গেল ৬ বসতঘর, ইটভাটার একাংশ, ৩ শ মিটার সড়ক

মাদারীপুরে হঠাৎ করেই আড়িয়াল খাঁ নদের ভাঙন দেখা দিয়েছে। শনিবার রাতে সদর উপজেলার উত্তর পাঁচখোলা এলাকার দুটি ইটভাটার একাংশ, ৬টি বসতঘর ও ৩ শ মিটার সড়ক নদে বিলীন হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, আড়িয়াল খাঁ নদে পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙন। হঠাৎ করেই রাতে উত্তর পাঁচখোলা এলাকার দুটি ইটভাটার একাংশ, ৩ শ মিটার সড়ক ও ৬টি বসতঘর নদে বিলীন হয়ে যায়। এতে মানবেতর জীবনযাপন করছে নদের পাশের বাসিন্দারা। সড়ক নদে বিলীন হওয়ায় যাতায়াতে মারাত্মক সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। এমনকি এখনো রয়েছে ভাঙ্গণ আতঙ্ক। ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ ইট, সুড়কি ও বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা পর্যাপ্ত না হওয়ায় দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের সহযোগিতা চেয়েছে ভুক্তভোগীরা।

নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত একেবি ইটভাটার মালিক আ. মান্নান খান বলেন, শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হঠাৎ করে আড়িয়াল খাঁ নদে ভাঙন শুরু হয়। আমার ইটভাটার একাংশ নদে বিলীন হয়ে যায়। নদের পাড়ে প্রায় ১৫ লাখ ইট স্তূপ করে রাখা ছিল। ভাঙনে আমার স্তূপ করা ইট নদে বিলীন হয়ে যায়। সরকার যেন দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ করে। 

মন্তব্যসাতদিনের সেরা