kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রীর মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৫ অক্টোবর, ২০২০ ১৭:৫৭ | পড়া যাবে ১ মিনিটেদুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী যাত্রীর মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী (২৮) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উভয় দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশা যাচ্ছিল। এ সময় গঙ্গাশ্রম নামক স্থানে আসতেই মুখোমুখি সংঘর্ষ হয় এতে উভয় অটোরিকশার কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ময়মনসিংহ যাওয়ার পথে অটোরিকশার যাত্রী এক নারী নিহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সর্ভিস স্টেশনের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডেক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্যসাতদিনের সেরা