kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

দুর্গাপূজা : হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি   

২৫ অক্টোবর, ২০২০ ১৪:০৩ | পড়া যাবে ১ মিনিটেদুর্গাপূজা : হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় ২০ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার সুরেশ রাহাতের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ সময় বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সোলায়মান, বিএসএফের বালুপাড়া-১৮০ কমান্ডার এসআই নবকুমারসহ বিজিবি ও বিএসএফের অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হয়ে থাকে বলে জানান বিজিবি।

মন্তব্যসাতদিনের সেরা