kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

আনন্দ-আড্ডায় অন্যরকম এক বিকেল মহেশখালী শুভসংঘের

অসীম দাশ গুপ্ত   

২৪ অক্টোবর, ২০২০ ২১:৫৪ | পড়া যাবে ১ মিনিটেআনন্দ-আড্ডায় অন্যরকম এক বিকেল মহেশখালী শুভসংঘের

শনিবার সিম্বল অফ মহেশখালী খ্যাত আদিনাথ জেটিতে শুভ আড্ডায় মেতে ছিলেন শুভসংঘ মহেশখালী শাখার সদস্যরা। শুভসংঘের আগামী কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও এক বৈকালিক আনন্দ-আড্ডা অনুষ্টিত করেছে ক·বাজারের মহেশখালী উপজেলা শুভসংঘ।

আড্ডায় শুভসংঘ কেন্দ্রীয় কমিটির কার্যনিবার্হী সদস্য অসীম দাশ গুপ্তের উপস্থিতিতে মহেশখালী উপজেলা শুভসংঘের আহ্বায়ক আরিফ বিন ছালেহ সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

সভায় সংগঠনকে গতিশীল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য অসীম দাশ গুপ্ত এবং যুগ্ম আহবায়ক জসীম উদ্দীন।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম আহবায়ক শাহ জাহান, শাহরিয়ার কবির, সদস্য আবু আশেক ইরফান, ইয়াছিন আরাফাত, নাঈমুল হাসান, রুহুল্লাহ খান,শেখ আব্দুল্লাহ, আল ফরহাদ, শিহাব উদ্দীন।

মন্তব্যসাতদিনের সেরা