kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

দুর্গাপূজায় কপোতাক্ষে নৌকা বাইচ

কেশবপুর (যশোর) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০২০ ২০:০৮ | পড়া যাবে ২ মিনিটেদুর্গাপূজায় কপোতাক্ষে নৌকা বাইচ

কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদে দুর্গাপূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাগরদাঁড়ির মধুসূদন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ওই নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়। নৌকা বাইচ উপভোগ করার জন্য নদ পারে হাজারো মানুষ ভিড় করে।

সাগরদাঁড়ির মধুসূদন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ছয়টি দল অংশ নেন। কপোতাক্ষ নদের চিংড়া নামক স্থান থেকে সাগরদাঁড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গোপসানা দল, দ্বিতীয় সাগরদাঁড়ি এবং তৃতীয় স্থান অধিকার করে লালিপাড়া। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা কোমরপোল গ্রামের সুভাষ চন্দ্র দেবনাথ, সাগরদাঁড়ি গ্রামের আশুতোষ, ঝিকরা গ্রামের আব্দুল্লাহ আল মামুন, মধ্যকুল গ্রামের রেহেনা আক্তার জানায়, দীর্ঘ দিন পর কপোতাক্ষ নদের বুকে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে খুবই ভালো লেগেছে। 

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কুমিরা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমূখ।

মন্তব্যসাতদিনের সেরা