kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সেই ঝালাইকার আলফাজ দায়িত্ব নিলেন বিভাগীয় কমিশনার

বানারীপাড়ার (বরিশাল) প্রতিনিধি   

২৩ অক্টোবর, ২০২০ ১৯:৩৪ | পড়া যাবে ১ মিনিটেসেই ঝালাইকার আলফাজ দায়িত্ব নিলেন বিভাগীয় কমিশনার

বরিশালের বানারীপাড়ার সেই 'ঝালাইকার' আলফাজ উদ্দিন সরদারের দায়িত্ব নিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। 'আলফাজ 'ঝালাইকার', ৯০ বছর বয়সে নিজের জীবন ঝালাইয়ে ব্যস্ত' শিরোনামে কালের কণ্ঠে প্রকাশিত মানবিক প্রতিবেদন পড়ে বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদকে ওই বৃদ্ধের বিষয়ে খোঁজখবর নিতে বলেন। এ সময় তাকে আফজালের দুঃখ লাঘবের নির্দেশ দেন। 

নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বৃদ্ধ আলফাজ উদ্দিন সরদারের সঙ্গে দেখা করে বিভাগীয় কমিশনারের পক্ষে তাৎক্ষনিক আর্থিক সহায়তা করেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, অশীতিপর আলফাজ উদ্দিন সরদারের চিকিৎসা, ব্যবসায় সহায়তা প্রদান এবং তাকে গৃহনির্মাণ করে দেওয়াসহ তার পরিবারের সকল দায়িত্ব নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা