kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি    

২৩ অক্টোবর, ২০২০ ১৩:০০ | পড়া যাবে ২ মিনিটেভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতি

গোলপোস্ট না থাকলে খেলার মাঠটাকে দিঘী বলে মনে হতো। আজ শুক্রবার সকালে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে তোলা ছবি।

মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ঝোড়ো হাওয়াসহ ভারী বর্ষণে ঝালকাঠির রাজাপুরসহ দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে অধিক উচ্চতায় বিষখালীসহ ছোটবড় নদ-নদীর পানি প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিতে আগাম শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

রাজাপুর উপজেলা সদরের পূর্ব চর রাজাপুর এলাকার কৃষক মো. আলমগীর হোসেন জানায়, গত দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। তবে গতকাল মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে আগাম শীতকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সবজি ক্ষেতগুলোতে লাল শাক, পালং শাক, ধনে পাতা, মূলা, ফুল কপিসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি কেবল বাড়তে শুরু করেছিল। আজ সকালে সবজি ক্ষেতে গিয়ে দেখা যায়, ক্ষেতের সব ফসল মাটির সাথে মিশে গেছে। ফসলের এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না অনেক কৃষক।

উপজেলার ইন্দ্রপাশা গ্রামের কৃষক আব্দুল আজিজ বলেন, টানা ভারী বৃষ্টিতে আমন ক্ষেতের ক্ষতি হয়েছে। যেসব ক্ষেতে ধানের ছড়া বের হয়েছিল তা নুয়ে পড়েছে। এ ছাড়াও অনেক মাছের ঘের তলিয়ে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রিয়াজউল্লাহ বাহাদুর বলেন, ভারী বর্ষণে আগাম শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। বৃষ্টি আরো দুই-এক দিন অব্যাহত থাকলে ধান ও সবজির অপূরণীয় ক্ষতি হবে।

মন্তব্যসাতদিনের সেরা