kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

ঘুমন্ত ইউপি সদস্যের শরীর ঝলসে গেল এসিডে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০২০ ১৭:১০ | পড়া যাবে ১ মিনিটেঘুমন্ত ইউপি সদস্যের শরীর ঝলসে গেল এসিডে

বগুড়ার আদমদীঘিতে ঘুমন্ত ইউপি সদস্য হারুন-অর-রশিদের ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর শরীরের বেশ কিছু অংশে পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার শিবপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হারুন-অর-রশিদ আদমদীঘি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ইউপি সদস্য হারুন-অর-রশিদ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় ভোরে তাঁর শয়নকক্ষের জানালা দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা এসিড ছুড়ে পালিয়ে যায়। এসিডের যন্ত্রণায় তাঁর ঘুম ভেঙে যায় এবং চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসিড নিক্ষেপের ঘটনায় ওই ঘরের কোনো কাপড় পুড়ে যায়নি। শুধু ইউপি সদস্যের শরীরের পেছনের অংশে একপ্রকার জখমের মতো পোড়া দাগ হয়েছে। তবে তদন্ত করে দোষীদের দ্রুত চিহ্নিত করতে চেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা