kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

নান্দাইলে দরিদ্র ও মেধাবীরা পেল বাইসাইকেল

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২২ অক্টোবর, ২০২০ ১৬:৪৪ | পড়া যাবে ১ মিনিটেনান্দাইলে দরিদ্র ও মেধাবীরা পেল বাইসাইকেল

ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ২৫টি বাইসাইকেল বিতরণ করেন ময়মনসিংহ-নান্দাইর আসনের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন।

স্থানীয় সুত্র জানায়, নান্দাইলের জাতীয় সংসদ সদস্য ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ প্রয়াসে বিভিন্ন স্কুল ও কলেজের মেধাবী এবং বাইসাইকেল চালাতে পারে এসব ছাত্রীদের মাঝে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল বিতরণ করা হয়।

সংসদ সদস্য আনোয়রুল আবেদিন খান তুহিন বলেন, ওয়ার্ল্ড ভিশনের সাথে নিজেকে জড়াতে পেরে ভালো লাগছে। ওই সব মেয়েদের অনেকেই বাল্যবিয়ে ঠেকানোর কাজ করে। এ অবস্থায় বাল্যবিয়ের খবর পেয়ে এক জায়গায় যেতে বিলম্ব হতো। এই সাইকেলে করে এখন লেখাপড়ার পাশপাশি বিভিন্ন সামাজিক কাজে ভূমিকা রাখবে।

মন্তব্যসাতদিনের সেরা