kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

আহত ১৫

বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ট্রাকচালক নিহত

নাটোর প্রতিনিধি   

২২ অক্টোবর, ২০২০ ১৫:৪৭ | পড়া যাবে ১ মিনিটেবাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ট্রাকচালক নিহত

নাটোরের বড়াইগ্রামে বাস-গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারেক নামে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া গাজী অটো রাইস মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক তারেক (৩২) রাজবাড়ী সদর উপজেলার এরন্ডা গ্রামের বলে হবিবর রহমানের ছেলে।

বনপাড়া হাইওয়ে  থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। একই সময়ে নাটোরের দিক থেকে ঢাকাগামী একটি গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গাজী অটো রাইস মিলের পাশে আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকচালক তারেক ঘটনাস্থলেই নিহত হয়। বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। নিহত চালক তারেকের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও বাসকে থানায় নেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্যসাতদিনের সেরা