kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

গানে-ক‌বিতায় জীবনানন্দকে স্মরণ

নিজস্ব প্র‌তি‌বেদক, ব‌রিশাল   

২২ অক্টোবর, ২০২০ ১৩:৫৬ | পড়া যাবে ১ মিনিটেগানে-ক‌বিতায় জীবনানন্দকে স্মরণ

জীবনানন্দ দাশের ৬৬তম প্রয়াণবার্ষিকীতে জাতীয় কবিতা পরিষদ ও প্রগতি লেখকসংঘের যৌথ উদ্যোগে আজ বৃহস্প‌তিবার সকালে ক‌বির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। কবির কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ এবং আলোচনার মাধ্যমে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনাসভা অনু‌ষ্ঠিত হয়। সভায় কবির জীবনদর্শন, ভাবাবেগ এবং তাঁর প্রিয় শহর বরিশাল নিয়ে আলোচনা করেন নজমুল হোসেন আকাশ, পার্থ সারথি, অপূর্ব গৌতম, সুভাষ দাস নিতাই, বাহাউদ্দিন গোলাপ, শোভন কর্মকার কৃষ্ণ, কামরুন্নাহার মুন্নি, আব্দুর রহমান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা