kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

পুকুরে অজু করতে গিয়ে ৯০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০২০ ২১:৩৯ | পড়া যাবে ১ মিনিটেপুকুরে অজু করতে গিয়ে ৯০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

নামাজের জন্য অজু করতে গিয়ে চাঁদপুরের হবীগঞ্জে আমেনা বেগম নামে ৯০ বছর বসয়ী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফজরের নামাজের ওজু করতে গিয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা গেছেন ওই বৃদ্ধা। আজ বুধবার ভোরে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের দক্ষিণ পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে। আমেনা বেগম ওই গ্রামের হাজী বাড়ির মৃত ইউনুস মিয়ার স্ত্রী।

নিহতের ছেলে শাহাজান মাঝি কালের কণ্ঠকে জানান, প্রতিদিনের মতো বুধবার ভোররাতে ফজরের নামাজের অজু করার জন্য মা (আমেনা বেগম) পুকুরে যান। এরপর বেশ কিছুক্ষণ সময় পার হলেও তিনি ঘরে না আসায় পরিবারের সবাই মিলে মাকে খুঁজতে বের হই। খোঁজাখুঁজির এক পর্যায়ে মাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই।

মন্তব্যসাতদিনের সেরা