kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

প্রধানমন্ত্রী ঈমানদার বলেই দেশ সঠিক পথে আছে : নৌপ্রতিমন্ত্রী

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০২০ ২০:২৩ | পড়া যাবে ২ মিনিটেপ্রধানমন্ত্রী ঈমানদার বলেই দেশ সঠিক পথে আছে : নৌপ্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সৎ, ঈমাদার মানুষ বলেই দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এই রাজনীতি করতে চেয়েছিলেন প্রয়াত নেতা মরহুম আব্দুর রৌফ চৌধুরী। বর্তমান অর্থনীতি সূচকে পৃথিবীর যে দশটি দেশকে  স্বয়ংসম্পূর্ণ ধরা হয় সেখানে মাত্র তিনটি দেশ জিডিপিতে স্বয়ংসম্পূর্ণ। তার মধ্যে এক নম্বরে বাংলাদেশ, দুই নম্বরে চীন, তিন নম্বরে ভিয়েতনাম। পৃথিবীর সকল দেশ আজ জিডিপির সূচকে মাইনাসে আছে। এই হলো সততা, ঈমাদার রাজনীতিবিদের ফলাফল।

বুধবার সকাল ১০টায় মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের দায়িত্ব অনেক। আমাদের দায়িত্ব হচ্ছে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই দেশটাকে স্বপ্নের জায়গায় নিয়ে যাওয়া। এই জায়গায়টাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যন্ত সচেতনতা সাথে, ধৈর্যের সাথে প্রধানমন্ত্রীর রাজনীতিতে আমাদের সহায়ক ভূমিকা থাকতে হবে।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, সাধারণ সম্পাদক মো. আফছার আলী , সহ সভাপতি ও পৌর মেয়র মো. আব্দুস সবুর প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা