kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

মায়ের পিছু পিছু হামাগুড়ি দিয়ে সন্তান ডোবায়...

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০২০ ১৭:৪০ | পড়া যাবে ১ মিনিটেমায়ের পিছু পিছু হামাগুড়ি দিয়ে সন্তান ডোবায়...

ময়মনসিংহের গফরগাঁওয়ে হামাগুড়ি দিয়ে মায়ের পিছু নিয়ে ডোবায় পড়ে ইকরা। ডোবার পানিতে ডুবে ১৫ মাস বয়সী ইকরার মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা কান্দাপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইকরাকে উঠানে বসিয়ে তার মা বাড়ির পাশের ডোবায় শাক তুলতে যায়। এ সময় শিশু ইকরাও হামাগুড়ি দিয়ে মায়ের পিছু পিছু গিয়ে ডোবার পানিতে পড়ে। শাক তুলা শেষে বাড়ি এসে ইকরাকে না পেয়ে ডাক-চিৎকার ও খুঁজতে থাকে। দীর্ঘ সময় খোঁজাখুজি পর ডোবার পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করার কিছুক্ষণ পর মধ্যেই শিশুটি মারা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা।

 

মন্তব্যসাতদিনের সেরা