kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

সুবর্ণচরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী   

২১ অক্টোবর, ২০২০ ১৬:১৬ | পড়া যাবে ১ মিনিটেসুবর্ণচরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের পশ্চিম চর জব্বর গ্রামের বেলায়েত হোসেনের বাড়ির পুকুরের ঘাটে খেলতে গিয়ে বুধবার সকাল ১১টায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো একই এলাকার বেলাল হোসেনের মেয়ে সুইটি বেগম স্মৃতি (৪) ও পার্শ্ববর্তী বাড়ির গিয়াস উদ্দিনের মেয়ে ফারজানা বেগম (৫)।

চর জব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, পশ্চিম চর জব্বর গ্রামের বেলাল হোসেনের বাড়ির পুকুর ঘাটে তার ও প্রতিবেশী গিয়াস উদ্দিনের মেয়ে প্রতিদিনের ন্যায় খেলছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে, অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে, বেলাল হোসেন পুকুরে নেমে প্রথমে ফারজানা বেগম ও পরে তার মেয়ে স্মৃতিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

চর জব্বর থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা