kalerkantho

শনিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৭। ২৮ নভেম্বর ২০২০। ১২ রবিউস সানি ১৪৪২

পূর্বধলায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০২০ ১৫:৪১ | পড়া যাবে ১ মিনিটেপূর্বধলায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ বুধবার সকালে পানিতে ডুবে মহসিন ও মাছুম নামের চার বছরের দুই শিশু মারা গেছে। মহসিন উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও মাছুম একই গ্রামের মাহাবুব রহমানের ছেলে। তারা দুজন চাচাতো ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল ৯টার দিকে মহসিন ও মাছুম সবার অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

মন্তব্যসাতদিনের সেরা