kalerkantho

রবিবার । ১৪ অগ্রহায়ণ ১৪২৭। ২৯ নভেম্বর ২০২০। ১৩ রবিউস সানি ১৪৪২

বেলকুচিতে ট্রাকচাপায় নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২১ অক্টোবর, ২০২০ ১৫:০৮ | পড়া যাবে ১ মিনিটেবেলকুচিতে ট্রাকচাপায় নিহত ১

সিরাজগঞ্জের সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সমেশপুরে পণ্যবাহী ট্রাকচাপায় নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকালে বেলকুচি উপজেলার সমেশপুর আঞ্চলিক সড়কে হাঁটতে বের হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সমেশপুর গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল আহম্মেদ ও স্থানীয়রা জানান, সকালে সমেশপুর আঞ্চলিক সড়কে হাঁটতে বের হলে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক চাপায় সে নিহত হয়। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা