kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

টাকার লোভ দেখিয়ে ৩ শিশুকে বৃদ্ধের ধর্ষণচেষ্টা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০২০ ১৭:৫৮ | পড়া যাবে ১ মিনিটেটাকার লোভ দেখিয়ে ৩ শিশুকে বৃদ্ধের ধর্ষণচেষ্টা

টাকার লোভ দেখিয়ে সাত থেকে নয় বছর বয়সি তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. গোলজার মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগি এক শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার সকালে দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের নিজ বাড়ি থেকে গোলজার মিয়াকে আটক করা হয়। গোলজার মিয়া খালিপুকুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। 

ভুক্তভোগি এক শিশুর বাবা কালের কণ্ঠকে জানান, বেশ কিছু দিন থেকে গোলজার মিয়া ছোট শিশুগুলোকে ১০ থেকে ২০ টাকার লোভ দেখিয়ে নির্জনস্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একইভাবে শুক্রবার ওই শিশুদের নির্যাতন চালায়। ঘটনাটি স্থানীয় কয়েক জন দেখে ফেলায় এলাকায় জানাজানি হয়।

নবাবগঞ্জ থানার ওসি বলেন, তিন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ পেয়ে রবিবার সকালে গোলজার মিয়াকে আটক করা হয়েছে। পরে তার নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা