kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

পরিচয় মিলল ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ও আহতদের

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১৬ অক্টোবর, ২০২০ ২২:৫৫ | পড়া যাবে ১ মিনিটেপরিচয় মিলল ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ও আহতদের

যশোরের অভয়নগরে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে নিহত চারজন ও আহত দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- প্রাইভেটকারের মালিক নড়াইল জেলার ভুয়াখালী গ্রামের প্রকৌশলী হীরক তালুকদার (চালক), বোন শিল্পি, ভাগ্নি রাইসা ও বন্ধু আশরাফুল ইসলাম। আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, নিহত প্রকৌশলী হীরক তালুকদারের স্ত্রী শাওন ও একমাত্র মেয়ে হুমায়রা। 

প্রসঙ্গত, শুক্রবার আনুমানিক বিকেল সাড়ে ৪টার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সাদা রঙের প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-৪৩-০৩২৪) ধাক্কা লাগে। উপজেলার নওয়াপাড়া বাজারে এলবি হাসপাতালে ডাক্তার দেখানোর পর প্রাইভেটকারটি নড়াইলের উদ্দেশ্যে রওনা করে। 

যশোর হয়ে নড়াইল যেতে সময় বেশি লাগার কারণে বিকল্প সড়ক হিসেবে অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় ভৈরব সেতুর সড়কে যশোর-খুলনা রেললাইন ক্রস করার সময় ট্রেনের সামনে পড়ে প্রাইভেটকার। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকার এবং ঘটনাস্থলে প্রকৌশলী হীরক তালুকদার, বোন শিল্পি ও বন্ধু আশরাফুল ইসলামের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাত বছর বয়সী রাইসা। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান, নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মহসীন রেজা।

মন্তব্যসাতদিনের সেরা