kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

১৬ অক্টোবর, ২০২০ ২২:০৩ | পড়া যাবে ১ মিনিটেশুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি

কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘ খুলনা জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে পাইকগাছার নোনা পানি গবেষণা কেন্দ্রে বৃক্ষরোপণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু একটি আম গাছের চারা রোপণ করে কর্মসূচী উদ্বোধন করেন। গবেষণা কেন্দ্রের সীমানার মধ্যে আম ও পেয়ারা মিলিয়ে মোট ৩০টি গাছ লাগানো হয়। 

এ সময়ে আক্তারুজ্জামান বাবু এমপি শুভসংঘের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও পুষ্টি চাহিদা পূরণের জন্যে দেশীয় ফল গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শুভসংঘ খুলনা জেলা শাখার আহবায়ক বিপুল কান্তি চৌধুরী, সাবেক ছাত্রনেতা ফরহাদ উজ্জামান তুষার, শুভসংঘের সদস্য কার্তিক চন্দ্র দাশ, দেবাশীষ দাশ, উত্তম দাশ, এ বি এম সুমন, রফিক হাসান, দেবব্রত মন্ডল, সুরেশ মন্ডল প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা