kalerkantho

সোমবার । ৩ কার্তিক ১৪২৭। ১৯ অক্টোবর ২০২০। ১ রবিউল আউয়াল ১৪৪২

শরণখোলায় শুভসংঘের কমিটি গঠন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   

১ অক্টোবর, ২০২০ ২০:৩২ | পড়া যাবে ২ মিনিটেশরণখোলায় শুভসংঘের কমিটি গঠন

বাগেরহাটের শরণখোলায় কালের কণ্ঠ শুভসংঘের কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শরণখোলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় পাঁচ সদস্যের উপদেষ্টাসহ ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কালের কণ্ঠের প্রতিনিধি মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে শরণখোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কুমার মন্ডলকে প্রধান উপদেষ্টা এবং উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল দাস, প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নিকুল চন্দ্র বিশ্বাস ও শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক রিয়াদুল ইসলাম সোহেলকে উপদেষ্টা মনোনীত করা হয়।

কার্যনির্বাহী কমিটিতে শরণখোলা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহম্মেদকে সভাপতি, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের সহকারী শিক্ষক তাপস কুমার মন্ডল ও হুমায়ুন কবিরকে সহসভাপতি, সরকারি কলেজের গ্রন্থাগারিক আক্তারুজ্জামান তালুকদারকে সাধারণ সম্পাদক, প্রভাষক বদরুজ্জামান ও আবু জাফর নিমেরিকে যুগ্ম-সম্পাদক, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম জীবনকে সাংগঠনিক সম্পাদক, বায়েজিদ হোসেন ফকিরকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাকের ইসলামকে কোষাধ্যক্ষ, তন্ময় মিত্রকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সুমন হাসানকে সমাজকল্যাণ সম্পাদক, মাসুদ সাইফকে ক্রীড়া সম্পাদক ও রুবিনা ইয়াসমিনকে নারী বিষয়ক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা