kalerkantho

সোমবার । ১০ কার্তিক ১৪২৭। ২৬ অক্টোবর ২০২০। ৮ রবিউল আউয়াল ১৪৪২

বাগানে কাঠ কুড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল মাদরাসা ছাত্র

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১ অক্টোবর, ২০২০ ০০:৫০ | পড়া যাবে ১ মিনিটেবাগানে কাঠ কুড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল মাদরাসা ছাত্র

ফুফুর বাড়িতে ফুফাতো ভাইদের সঙ্গে রাবার বাগানে কাঠ কুড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল রাউজানের এক মাদরাসা ছাত্র। তার নাম আরিফুল ইসলাম ইমন (১২)। গতকাল বুধবার দুপুরে রাউজান পৌরসভার রাউজান রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন উপজেলার বিনাজুরী ইউনিয়নের লেলেংগারা গ্রামের জোর পুকুর পাড় এলাকার খোশ মোহাম্মদ চৌধুরী বাড়ির সিএনজি অটোরিকশা চালক এমরান হোসেনের ছেলে এবং কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্র।

স্থানীয় সমাজসেবক সরোয়ার উদ্দিনসহ অনেকে জানান, বৃহস্পতিবার রাউজান রাবার বাগান এলাকার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল ইমন। বুধবার দুপুরে ফুফাতো ভাইদের সঙ্গে বাগানের মুখছড়ি এলাকায় কুড়িয়ে কাঠ মাথায় নিয়ে ফুফুর বাড়িতে ফিরছিল। এসময় রাবার বাগানের খস আহরণকারী একটি ট্রাক্টরের পেছনের চাকায় চাপা পড়ে ইমন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ৮টার দিকে জানাজাশেষে শিশুটিকে দাফন করা হয়। নিহত ইমন ২ ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিল।

মন্তব্যসাতদিনের সেরা