kalerkantho

রবিবার। ১৬ কার্তিক ১৪২৭ । ১ নভেম্বর ২০২০। ১৪ রবিউল আউয়াল ১৪৪২

গফরগাঁওয়ে মাকে খুঁজতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৯ সেপ্টেম্বর, ২০২০ ২৩:০৩ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে মাকে খুঁজতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাকে খুঁজতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে সাদিকুল ইসলাম সাদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন বাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাশিয়া গ্রামের সফিকুল ইসলাম সবুজের দুই বছর বয়েসী শিশুপুত্র সাদিকুল ইসলাম সাদকে দুপুরের দিকে ঘুম পাড়িয়ে শিশুটির মা গোসল করতে গোসল খানায় প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে শিশুটির ঘুম ভেঙে গেলে মাকে না পেয়ে খুঁজতে খুঁজতে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়।

শিশুটির মা গোসল শেষে ঘরে গিয়ে শিশুটিকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই মারা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর বলেন, খুবই বেদনাদায়ক ঘটনা। শিশুটির মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

মন্তব্যসাতদিনের সেরা