kalerkantho

রবিবার। ১৬ কার্তিক ১৪২৭ । ১ নভেম্বর ২০২০। ১৪ রবিউল আউয়াল ১৪৪২

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি

কুড়িগ্রাম প্রতিনিধি    

২৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪০ | পড়া যাবে ১ মিনিটেকুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি

ভারি বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ধরলা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ছে তিস্তায় ও ব্রহ্মপুত্র নদে। এসব নদ-নদীর পানি বিপৎসীমার সামান্য নিচে রয়েছে। দেড় শতাধিক চর প্লাবিত হওয়ায় ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, নতুন করে প্রায় ১৭ হাজার হেক্টর আমনসহ ১৮ হাজার ৪৫০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। ভারি বৃষ্টির কারণে শত শত হেক্টর জমির বেগুন, মুলা, কপি, লাল শাকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। খড় নষ্ট ও গোচারণভূমি ডুবে থাকায় দেখা দিয়েছে গোখাদ্যের সংকট।

ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের ভাঙন অব্যাহত রয়েছে বিভিন্ন এলাকায়। বিলীন হয়েছে বসতভিটা, আবাদি  জমি, রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান। টানা বৃষ্টির কারণে চরমে উঠেছে বাঁধ ও সড়কে আশ্রিত গৃহহীন মানুষের দুর্ভোগ। 

মন্তব্যসাতদিনের সেরা