kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

একই গ্রামে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০১ | পড়া যাবে ১ মিনিটেএকই গ্রামে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

একদিনের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কলকলিয়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত শুক্রবার ও শনিবার রাতে একই গ্রামের সেন্টুর ছেলে হোসেন (৪০) ও সুজনের মেয়ে আশা (১০) মারা যায়।

স্থানীয় গ্রাম পুলিশ আন্টু জানান, গত শনিবার রাতে সুজনের স্ত্রী তার শিশু কন্যা আশা ও ছেলেকে নিয়ে বিছানায় ঘুমিয়ে ছিল। গভীর রাতে আশার চিৎকারে বুঝতে পারে সাপে কামড় দিয়েছে। পরে তার মৃত্যু ঘটে। রবিবার সকালে ১০টায় তার লাশ দাফন সম্পন্ন হয়।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে একই গ্রামের সেন্টুর ছেলে হোসেন (৪০) পার্শ্ববর্তী নদীতে মাছ ধরছিল। এক পর্যায়ে নদীর পাশে অবস্থিত জেলেদের বিশ্রাম ঘরে শুয়ে থাকার সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়।  প্রথমে তাকে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় হোসেন।

মন্তব্যসাতদিনের সেরা