kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

চট্টগ্রামে করোনা শনাক্ত কমেছে

অনলাইন ডেস্ক   

২৭ সেপ্টেম্বর, ২০২০ ১১:২৯ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে করোনা শনাক্ত কমেছে

ফাইল ফটো

বেশ কয়েক দিন শনাক্ত বাড়ার পর এবার চট্টগ্রামে কমা শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬৩৯ জন। এ সময়ে করোনায় দুজনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের সাতটি ল্যাবের মধ্যে চারটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এই দিন নমুনা পরীক্ষা করা হয় ৩৯৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২১ জন এবং উপজেলায় ৫ জন।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি এই দিন।

মন্তব্যসাতদিনের সেরা