kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

'আমারে পথে বাসাইয়া দিছে, আল্লাহর কাছে বিচার চাই'

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৯:০৪ | পড়া যাবে ২ মিনিটে'আমারে পথে বাসাইয়া দিছে, আল্লাহর কাছে বিচার চাই'

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের রফিকুল ইসলাম নামে এক মাছ চাষির তিনটি পুকুরে বিষ দিয়েছে দুবৃত্তরা। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষাতি হয়েছে বলে দাবি, চাষি রফিকুলের।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উথুরী গ্রামের ফজলুল হক বেপারীর ছেলে রফিকুল ইসলাম পাশাপাশি তিনটি পুকুরে বাণিজ্যিকভাবে পাঙ্গাস ও দেশীয় বিভিন্ন জাতের মাছের পোনা চাষ করেন। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা তিনটি পুকুরেই বিষ ঢেলে দেয়। এতে প্রায় ছয় লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। রফিকুল ইসলাম শুক্রবার সকালে পুকুরে গিয়ে এ অবস্থা দেখেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকনসহ প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন।

রফিকুল ইসলাম বলেন, 'আমারে পথে বসাইয়া দিছে। কেডা আমার এই সর্বনাশ করছে জানি না। আমি আল্লাহর কাছে বিচার চাই।'

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন বলেন, খুবই খারাপ কাজ করেছে। ক্ষমার অযোগ্য অপরাধ। এ ধরনের অপরাধীদের বিচার হওয়া উচিত। ক্ষতিগ্রস্ত মাছ চাষি রফিকুল ইসলামকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।

মন্তব্যসাতদিনের সেরা