kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

৬ দিন পর আবারো বাড়ছে যমুনার পানি

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৩:০১ | পড়া যাবে ২ মিনিটে৬ দিন পর আবারো বাড়ছে যমুনার পানি

গত ৬ দিন বিরতি দিয়ে আবারো সিরাজগঞ্জের কাছে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে ৮ সেন্টিমিটার। অপরদিকে একই সময়ে কাজিপুর পয়েন্টে পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে। যমুনা নদীতে পানি বৃদ্ধির পাশাপাশি গত দুইদিন ধরে শুরু হওয়া বর্ষণে মানুষের ভোগান্তি বেড়েছে। সিরাজগঞ্জ জেলার যমুনা নদী তীরবর্তী পাঁচটি উপজেলার মানুষের মাঝে নতুন করে বন্যা আর ভাঙনের আতঙ্ক দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাছে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২১ সেন্টিমিটার দিয়ে নিচ প্রবাহিত হচ্ছিল এবং কাজিপুর পয়েন্ট যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপ সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বাড়ছে।

এদিকে, যমুনার পানি বাড়তে থাকায় ভাঙনের কবলে পড়েছে সিরাজগঞ্জের দুর্গম চৌহালি উপজেলার নদী তীরবর্তী এলাকা। তীব্র ভাঙনে ধীরে ধীরে বিলীন হচ্ছে দক্ষিণ চৌহালির বিস্তীর্ণ অঞ্চল। 

স্থানীয়রা জানান, আগস্ট মাসের শেষ দিক থেকেই দক্ষিণ চৌহালির বাঘুটিয়া ও খাসপুখুরিয়া ইউনিয়নে ভাঙন শুরু হয়। এরই মধ্যে ওই দুটি ইউনিয়নের পাঁচ শতাধিক বাড়িঘর, শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙন আতঙ্কে মানুষ বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। গত কয়েক সপ্তাহ আগেই এসব অঞ্চলের মানুষ বন্যায় পানিবন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছিলেন। এ অবস্থায় ভাঙন আতঙ্কে যমুনা পাড়ের জনগণ চরম বিপাকে পড়েছেন। 

মন্তব্যসাতদিনের সেরা