kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

১১ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ স্বাভাবিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪০ | পড়া যাবে ১ মিনিটে১১ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ স্বাভাবিক

নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় বগি লাইনচ্যুত হওয়া ট্রেন উদ্ধার করা হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টায় ট্রেনটি উদ্ধার করে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে। ১১ ঘণ্টা পর ঢাকা নারায়ণগঞ্জ রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা। 

সকালে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে ১১টা ৪০ মিনিটে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী ট্রেনটি দুপুর ১টায় শহরের এক নম্বর রেলগেট এলাকায় বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

স্টেশন মাস্টার গোলাম মোস্তফা আরো জানিয়েছেন, লাইনচ্যুত হওয়া চারটি বগির চারটি চাকা উদ্ধার করে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা