kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

বোচাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ২২:১৩ | পড়া যাবে ১ মিনিটেবোচাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুরের বোচাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।

প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হাসান, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম,উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. শামীম আজাদ, ডিবেট ক্লাবের সভাপতি মো. মাহবুব আলম, কালের কণ্ঠ’র বোচাগঞ্জ প্রতিনিধি মো. রাসেল ইসলাম, কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ সৌরভ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা