kalerkantho

সোমবার । ৩ কার্তিক ১৪২৭। ১৯ অক্টোবর ২০২০। ১ রবিউল আউয়াল ১৪৪২

বাল্যবিয়ে আড়াল করতে একমাস পর অনুষ্ঠান, সেখানেও প্রশাসনের হানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ২১:৩১ | পড়া যাবে ১ মিনিটেবাল্যবিয়ে আড়াল করতে একমাস পর অনুষ্ঠান, সেখানেও প্রশাসনের হানা

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামে বাল্য বিয়ের একমাস পর বৌভাত অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান জানান, একমাস আগে শাবরুল গ্রামে রিমা খাতুন (১৫) নামে এক অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে আব্দুর করিম (২৫) নামে এক যুবকের বিয়ে হয়। বৃহস্পতিবার মেয়ে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায়, মেয়ের মা চায়না বেগমকে (৪৫) বাল্য বিবাহে সহযোগিতার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়াও ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে ছেলের বাড়িতে পাঠাবে না মর্মে মুচলেকা দেন মেয়ের মা। অপরদিকে, প্রশাসনের উপস্থিতি জানতে পেরে ছেলে পক্ষের লোকজন মেয়ের বাড়িতে উপস্থিত হননি।

মন্তব্যসাতদিনের সেরা