kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের কম্পিউটার উপহার

গোপালগঞ্জ প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ২০:২৯ | পড়া যাবে ২ মিনিটেগোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের কম্পিউটার উপহার

গণমাধ্যমকর্মীদের সংবাদ, যোগাযোগ ও প্রযুক্তি উন্নয়নে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামসহ ৫টি সাংবাদিক সংগঠনকে কম্পিউটার উপহার দিলেন জেলা প্রশাসক।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে আনুষ্ঠানিকভাবে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ এর সাংবাদিকদের হাতে এ কম্পিউটার তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিকুর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আল রাফি, মো. মামুন খান, জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, কালের কণ্ঠের প্রসূন মন্ডল, বাংলানিউজের একরামুল কবীর, এসএ টিভির বাদল সাহা, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, দেশটিভির সলিল বিশ্বাস মিঠু, নিউজ২৪ এর মুন্সী মোহাম্মাদ হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের কাছে হস্তান্তর করেন। এ সময় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) চক্ষু চিকিৎসক মহেশ চন্দ্র ঢালী উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা