kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

নাতনীকে বাঁচাতে গিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩১ | পড়া যাবে ১ মিনিটেনাতনীকে বাঁচাতে গিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নে নাতনীকে বাঁচাতে গিয়ে সামসুল হক (৭০) নামে মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে কামাতকাজলদিঘী ইউনিয়নের কৈকুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার আলী জানান, সামসুল হক তার বড় ছেলের মেয়ে সুমাইয়াকে (৭) নিয়ে বাড়ির পাশে বেড়াতে যান। কিছুক্ষণ পর তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের নালার মধ্যে ওই মুক্তিযোদ্ধা ও তার নাতনী সুমাইয়াকে পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই মুক্তিযোদ্ধাকে মৃত ঘোষণা করেন। তবে তার নাতনী সুমাইয়ার জ্ঞান ফিরেছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সে শঙ্কামুক্ত।

পরিবারের লোকজনের ধারণা, সুমাইয়া কোনো ভাবে ওই নালার মধ্যে পড়ে যায়। তাকে উদ্ধার করতে ওই মুক্তিযোদ্ধা নালায় নেমেছিলেন। তার হৃদরোগও ছিলো।

মন্তব্যসাতদিনের সেরা