kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

অভয়নগরে জনদুর্ভোগের ১৮ কিলোমিটার

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ১৪:০৬ | পড়া যাবে ২ মিনিটেঅভয়নগরে জনদুর্ভোগের ১৮ কিলোমিটার

যশোরের অভয়নগরে শংকরপাশা-আমতলা সড়কের অবস্থা বেহাল। খানা-খন্দ ও কাদায় পরিপূর্ণ সড়কের ১৮ কিলোমিটার এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি ইউনিয়নবাসীর। 

জানা গেছে, উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা ফেরিঘাট থেকে সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার পর্যন্ত সড়কটি স্বাধীনতার পর এলজিইডি নির্মাণ করে। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচলের সড়কটি উপজেলার শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। এ ছাড়া নড়াইল জেলার কয়েকটি উপজেলার সঙ্গেও সংযুক্ত আছে সড়কটি। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের শুরু থেকে প্রায় ১৮ কিলোমিটার পর্যন্ত খানা-খন্দ। কিছু কিছু স্থানে পিচের ওপর ইটের সোলিং করা হয়েছে। কর্দমাক্ত পিচঢালা সড়কটি যেন গ্রামের মেঠো পথে পরিণত হয়েছে। সড়কের মাঝে পণ্যবাহী ট্রাক কাদায় পরিপূর্ণ গর্তে আটকে পড়েছে। মালামাল আনলোড করে ট্রাকটি গর্ত থেকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। এ সময় ওই ট্রাকের চালক আব্দুল করিম ক্ষোভের সঙ্গে জানান, দুর্গতির এ রাস্তাটি দেখার কেউ নেই! কাদা ও গর্তে গাড়ি চালাতে কষ্ট হয়। আর বৃষ্টি হলে মহাবিপদ। কয়েক দিন আগে তিনটি যন্ত্রাংশ পাল্টাতে হয়েছে। চলাচলের অনুপযোগী হওয়ায় মালিক এই সড়কে চলাচল করতে নিষেধ করেছেন। কেন এলেন- এমন প্রশ্নে বলেন, পেটের দায়ে এসেছি। 

শংকরপাশ গ্রামের বাসিন্দা নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ বলেন, প্রায় পাঁচ বছর আগে এই সড়কে সংস্কার কাজ হয়েছিল। এরপর জনপ্রতিনিধি ও এলজিইডি কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া সংস্কারে কোনো অগ্রগতি চোখে পড়েনি। জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, শংকরপাশা-আমতলা সড়ক মেরামতের জন্য এমন কোনো দপ্তর নাই যোগাযোগ করিনি। প্রতিদিন দুর্ঘটনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিতে চরম বিড়ম্বনাসহ বিভিন্ন সমস্যার এই সড়ক এখন চার ইউনিয়নবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে। সরকারের সুদৃষ্টি প্রয়োজন।   

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি কালের কণ্ঠকে জানান, শংকরপাশা-আমতলা সড়ক সংস্কারে প্রায় ২৪ কোটি টাকার কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।

মন্তব্যসাতদিনের সেরা