kalerkantho

মঙ্গলবার । ৪ কার্তিক ১৪২৭। ২০ অক্টোবর ২০২০। ২ রবিউল আউয়াল ১৪৪২

ময়মনসিংহে জেএমবি সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে জেএমবি সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। আটক আবু বক্কর সিদ্দিক (৩৩) ময়মনসিংহের ধোবাউড়া থানার চন্দারচর গ্রামের হেকমত আলীর ছেলে।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম (পিএসসি) জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ তাকে গ্রেপ্তার করেছে। র‌্যাব সদস্যরা ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন ধোবাউড়া বাজারে একটি জঙ্গিবাদ বিরোধী অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে নব্য জেএমবি সদস্য আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে নিষিদ্ধ দুইটি উগ্রবাদী জিহাদী বই, ৯টি জিহাদী লিফলেট উদ্ধার করা হয়। আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন যাবত ধোবাউড়া এলাকায় নব্য জেএমবি কাজের সাথে লিপ্ত ছিলেন। তিনি সেখানে নতুন সদস্য সংগ্রহ, তাদের মাঝে লিফলেট বিতরণ, নিয়মিত চাদাঁ প্রদান করে আসছিলেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা