kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

ফুলপুরে কবর থেকে কঙ্কাল উধাও!

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৩:১২ | পড়া যাবে ১ মিনিটেফুলপুরে কবর থেকে কঙ্কাল উধাও!

ফাইল ছবি

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় কবর থেকে ১০টি কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরবাহাদুর গ্রামে নতুন একটি খবর স্থান থেকে গত সোমবার রাতে এ চুরির ঘটনা ঘটে।  

খোঁজ নিয়ে জানা যায়, চরবাহাদুরপুর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন গোরস্থানে গত মঙ্গলবার সকালে স্থানীয়রা কবরের পাশে মাটি খোঁড়া ও সরানো অবস্থায় দেখতে পান। কবরস্থান থেকে এ সময় ১০টি লাশ উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয়রা। 

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকনূজ্জমান রোকন জানান, এ গোরস্থানে ১৫টি লাশ কবর দেওয়া হয়। ধারণা করা হচ্ছে ১০টি কঙ্কাল চুরি হয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানায় জানানো হলে থানা পুলিশ সরেজমিনে এসে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করেন। 

মন্তব্যসাতদিনের সেরা