kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

করোনা মোকাবেলা

রংপুরে শুভসংঘের জনসচেতনতামূলক ফেস্টুন

রংপুর অফিস   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৩৮ | পড়া যাবে ১ মিনিটেরংপুরে শুভসংঘের জনসচেতনতামূলক ফেস্টুন

করোনা মোকাবেলায় শুরু থেকে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে কালের কণ্ঠ শুভসংঘ। এরই অংশ হিসেবে রংপুরে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে শুভসংঘের বন্ধুরা।

গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শাখার উদ্যোগে করোনা প্রতিরোধে নগরীর বিভিন্ন মোড়ে জনসচেতনতামূলক ফেস্টুন সাঁটিয়ে দেওয়া হয়। এসময় রংপুর সিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সিনিয়র সাংবাদিক  মোহাম্মদ নুরুজ্জামান, বিপ্লবী কবি হেয়াত মাহমুদ মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রংপুরে করোনার বিস্তার বেড়েই চলছে উল্লেখ করে শুভসংঘের বন্ধুরা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিভিন্নভাবে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ফেস্টুন সাঁটানোকালে কেন্দ্রীয় শুভসংঘের সিনিয়র সহসভাপতি স্বপন চৌধুরীসহ রংপুর জেলা শুভসংঘের ইরা হক, আলী সাকিব, গোলাম সারওয়ার রাব্বী, ফারজানা সিদ্দিকা রাসু, আরমানুল হক আরমান, হাছনাত রিফাত, রবিউল ইসলাম রবি, মাহফুজুল আমিন খান জিম, সাজ্জাতুল কবীর স্বর্ণ, শুভ রায় চৌধুরী, ফারহান সৌমিক তানভীর, সাদেকুল ইসলাম, রোকসানা খাতুন, শানিলা আরমীন, রজিউদ্দিন রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা