kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

চাঁদপুর হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০২০ ০১:২৭ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুর হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন চাঁদপুরে হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন রোমান। এমন পরিস্থিতিতে তাঁকে নিজ বাসায় আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

জানা গেছে, এক সপ্তাহ আগে সর্দি ও জ্বরে আক্রান্ত হন ডা. বেলায়েত হোসেন রোমান। পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাঁর নমুনা পরীক্ষা করা হয়। গতকাল মঙ্গলবার সেই পরীক্ষার নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। 

জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহর পরামর্শে হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন রোমান এখন চাঁদপুর শহরে তাঁর বাসায় আইসোলেশনে আছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে সেখানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। 

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে করোনার বিস্তার শুরু থেকে অসুস্থতার আগ মুহূর্ত পর্যন্ত ডা. বেলায়েত হোসেন রোমান একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে হাইমচর উপজেলায় দায়িত্ব পালন করেছেন। 

মন্তব্যসাতদিনের সেরা