kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু

ব্রাহ্মণপাড়া-বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৩০ | পড়া যাবে ১ মিনিটেবাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু

কুমিল্লার বুড়িচংয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বেলা ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলাধীন ময়নামতি তুতবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার সাঁইচাপাড়া গ্রামের এরশাদ ভূইয়ার স্ত্রী কুলছুম বেগম (৩৬) ও তার শিশুকন্যা শাহিনুর আক্তার (৩)। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়ি দেবীদ্বারের সাঁইচাপাড়া থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে কুমিল্লা যাচ্ছিলেন এরশাদ ভূইয়া। বেলা প্রায় ৩টার দিকে কুমিল্লাগামী নিউ জনতা নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইক থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. সাফায়েত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বড় মেয়ে ও চালক এরশাদ ভূইয়া সুস্থ আছেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্যসাতদিনের সেরা