kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৬ জনের করোনা

অনলাইন ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০২০ ১২:২২ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৪৬ জনের করোনা

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে ৪৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৩১৫ জন। এছাড়া এদিন করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করে এ ফলাফল মিলেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮৫ জন সুস্থ হয়েছেন।

চট্টগ্রামে নতুন যুক্ত হওয়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৭৩৮টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৩৬ জন এবং উপজেলায় ১০ জন।

মন্তব্যসাতদিনের সেরা