kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

তাড়াশ প্রেস ক্লাব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ২২:১৭ | পড়া যাবে ১ মিনিটেতাড়াশ প্রেস ক্লাব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাড়াশ প্রেস ক্লাবের তিনতলা বিশিষ্ট ভবন নির্মাণের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

এ স ময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, পল্লী বিদ্যুৎ তাড়াশ সমিতির পরিচালক মির্জা শাসসুল ইসলাম, অধ্যক্ষ আবু সাঈদ, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সনাতন দাশ, সাধারণ সম্পাদক সাহেদ খান জয়, সাবেক সভাপতি এম, আতিকুল বুলবুল, অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, লিটন আহমেদ, শামিউল হক, প্রভাষক আবুল হাশিম খোকন, মৃণাল সরকার ও সোহেল রানা প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা