kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৫৪ | পড়া যাবে ১ মিনিটেশাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশের খালে শাপলা তুলতে গিয়ে সোহান (৮) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য সাইফুল ইসলাম ও নিহতের পরিবার জানায়, সোহান উপজেলার ছয়আনি বকশিয়া গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে। সে মায়ের সাথে ছুনটিয়া গ্রামে তার মামা মোজাফ্ফর আলীর বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে সোহান কাউকে না বলে বাড়ি থেকে সামান্য দূরে স্কুলের পাশে খালে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। সোহানকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে দুপুরে বাড়ির পাশের খালে তার নিথর দেহ ভেসে ওঠে। পরে তাকে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা